মঙ্গলবার, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

এশিয়ান দাবা কাপের প্রাথমিক পর্বে শীর্ষ স্থানে ইরান

পোস্ট হয়েছে: অক্টোবর ১৯, ২০২০ 

news-image

২০২০ অনলাইন এশিয়ান ন্যাশনস কাপের প্রাথমিক পর্বে শীর্ষ স্থান দখল করেছে ইরানের পুরুষ দাবা টিম। নয় রাউন্ডের ম্যাচ শেষে তালিকায় সবার উপরে স্থান করে নেয় দলটি।

ইরানি দলে খেলেন পৌয়া ইদানি, পারহাম মাগসুদলু, এম. আমিন তাবতাবাই, এহসান ঘাইম মাগামি এবং আরিয়ান গোলামি। তারা সংযুক্ত আরব আমিরাত, জাপান, অস্ট্রেলিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, কিরগিজস্তান ও ইন্দোনেশিয়ার বিরুদ্ধে জয় ঘরে তোলেন। ফারসি স্কোয়াড কাজাখস্তানের বিপক্ষে ২-২ পয়েন্টে ড্র করে এবং প্রাথমিক পর্বের শেষ ম্যাচে মঙ্গোলিয়ার বিপক্ষে পরাজয়ের শিকার হয়।

ইরান, ফিলিপাইন, মঙ্গোলিয়া, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ভারত, কাজাখস্তান এবং সিঙ্গাপুরসহ শীর্ষ আটটি দল নক-আউট পর্বের টিকিট নিশ্চিত করেছে। আগামী শুক্রবার এই পর্ব শুরু হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।