বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল ইরান

পোস্ট হয়েছে: এপ্রিল ১৫, ২০২১ 

news-image

২০২১ এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল ইরান গ্রেকো-রোমান কুস্তি দল। বুধবার কাজাখস্তানের আলমাতিতে দলটি শিরোপা নিশ্চিত করে।

গত বছর ৭৭ কেজি ওজন-শ্রেনিতে রোপাজয়ী পেজমান পোশতাম কোনো লড়াই ছাড়াই এবার স্বর্ণপদক লাভ করেছেন। তাজিকিস্তানের প্রতিপক্ষ দালের রিজা জাদে ইঞ্জুরির কারণে প্রতিযোগিতায় অংশ না নেয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সোনা ঘরে তোলেন। অন্যদিকে গ্রেকো-রোমান বিভাগে তাজিকিস্তানের এই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার যে সুযোগ তৈরি হয়েছিল, তা স্পষ্টত হাতছাড়া হলো।

আন্তর্জাতিক কুস্তি অঙ্গনে ইরানের নতুন মুখ নাসের আলিজাদেহ জয় দিয়ে পরিচিত হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। ৮৭ কেজিতে কাজাখস্তানের আতাবেক আজিসবেকোভকে ৩-১ পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক জয় করেন।

৯৭ কেজিতে মেহদি বালি দক্ষিণ কোরিয়ার সিউংজিউন কিমকে হারিয়ে সোনা জয় করেন। সূত্র: তেহরান টাইমস।