রবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

এশিয়ান রোয়িংয়ে ইরানি নারীদের তিন পদক

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৩, ২০২২ 

news-image

ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত এশিয়ান রোয়িং প্রতিযোগিতায় তিন ইরানি নারী রৌপ্যপদক জিতেছেন। রোববার তেহরানের পশ্চিমে আজাদি কৃত্রিম লেকে ৫০০ মিটারের ব্যক্তিগত ও দ্বৈত বিভাগে এশিয়া কাপ রোয়িং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এশিয়ান রোয়িংয়ে পাকিস্তান, ভারত, ইরাক এ, ইরাক বি, আর্টেমিস ক্লাব এবং ইরান থেকে ইরান জুনিয়র ক্লাব, সাইপা ক্লাব এবং ইসলামি আজাদ বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।  ৫০০ মিটার ডাবল রোয়িংয়ের ফাইনালে হামেদানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশের আর্টেমিস দলের দুই নারী কিমিয়া জারেই এবং মরিয়ম ওমিদপারসা রৌপ্যপদক জিতেছেন।এর আগে ১০০০ মিটার হেভিওয়েট রোয়িং প্রতিযোগিতায় রৌপ্যপদক জিতেছেন হামেদানের আরেক রোয়ার মরিয়ম কারামি। সূত্র: মেহর নিউজ।