শুক্রবার, ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

এভিসি চ্যালেঞ্জ কাপে হংকংকে হারালো ইরান

পোস্ট হয়েছে: জুন ২০, ২০২৩ 

news-image

২০২৩ এভিসি চ্যালেঞ্জ কাপের উদ্বোধনী ম্যাচে সোমবার হংকংকে ৩-২ (২২-২৫, ২৫-২০, ২০-১৭, ১৯-২৫, ১৫-৮) পয়েন্টে হারিয়েছে ইরান। ইরানের অশোফতে মোনার ২৭ পয়েন্ট নিয়ে বোর্ডের সকল স্কোরারের শীর্ষে অবস্থান করেন। সৌদাবেহ বাগেরপুর ১৫ পয়েন্ট এবং মাহসা কাদখোদা ১৪ পয়েন্ট নিয়ে ম্যাচে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ স্কোর করেন।

পুল বি-তে মঙ্গলবার চাইনিজ তাইপের মুখোমুখি হবে টিম মেল্লি। ইন্দোনেশিয়ার গ্রেসিকে এই টুর্নামেন্টটি ১১টি এশিয়ান দলকে একত্রিত করেছে। টুর্নামেন্টটি ইন্দোনেশিয়ার পূর্ব জাভার গ্রেসিক ত্রিধর্মা স্পোর্টস হলে ১৮ থেকে ২৫ জুন অনুষ্ঠিত হচ্ছে। সূত্র: তেহরান টাইমস।