এখনও দেখানো হয়নি ইরানের বেশিরভাগ প্রতিরক্ষা ব্যবস্থা : আইআরজিসি
পোস্ট হয়েছে: জুলাই ৮, ২০২৫

ইরানের বিপুল সংখ্যক ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর এবং স্থাপনা রয়েছে উল্লেখ করে আইআরজিসি উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেছেন, ইরানের বেশিরভাগ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও দেখানো হয়নি।
মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসি উপদেষ্টা বলেন, ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুতির শীর্ষে রয়েছে।
‘‘শহীদ হাজিজাদে একবার বলেছিলেন, যদি ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ হয়, তাহলে আমরা দুই বছর ধরে প্রতিদিন তাদের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও আমাদের সম্পদের অভাব হবে না,’’ বলেন জাব্বারি।
তিনি আরও বলেন, বর্তমানে ভূগর্ভস্থ গুদাম, ক্ষেপণাস্ত্র শহর এবং স্থাপনা এত বিশাল যে, আমরা এখনও আমাদের দেশের বেশিরভাগ প্রতিরক্ষা স্থাপনা এবং আমাদের দেশের কার্যকর ক্ষেপণাস্ত্র প্রদর্শন করিনি।
‘‘যদি ইহুদি শত্রু যুদ্ধ চালিয়ে যেতে এবং আমাদের দেশে আক্রমণ করতে চায়, তবে এটি একটি দর্শনীয় দিন হবে কারণ আমাদের সেনাবাহিনী, আইআরজিসি, স্থল ও বিমান বাহিনী তাদের সমস্ত শক্তি নিয়ে মাঠে নামবে,’’ আরও বলেন ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি।
সূত্রঃ মেহর নিউজ