এএফসি নারী ফুটসাল এশিয়ান কাপে ফিলিপাইনকে হারাল ইরান
পোস্ট হয়েছে: মে ৮, ২০২৫

ইরান বুধবার সকালে এএফসি নারী ফুটসাল এশিয়ান কাপ চীন ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে ১-০ গোলে জয়লাভ করেছে। ম্যাচের শেষের দিকের একটি গোলে ফিলিপাইনকে হারিয়ে জয় নিশ্চিত করে ইরানি দল।

ইরান মারাল তোরকামান হোহোট স্পোর্টস সেন্টারে গ্রুপ বি-এর লড়াইয়ে ম্যাচের শেষের দিকে তিন পয়েন্ট সংগ্রহ করে ফিলিপাইনের হৃদয় ভেঙে দেয়।
টিম মেল্লির শুক্রবার এবং রোববার যথাক্রমে হংকং এবং ভিয়েতনামের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। সূত্র: তেহরান টাইমস