বুধবার, ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

English

উত্তর ইরানের উরমিয়া শহরের গ্র্যান্ড মসজিদে সাসানীয় যুগের স্থাপত্যের নিদর্শন আবিষ্কৃত হয়েছে

পোস্ট হয়েছে: জানুয়ারি ২৬, ২০২৬ 

news-image

প্রাদেশিক সাংস্কৃতিক ঐতিহ্য বিভাগের মহাপরিচালক মোর্তেজা সাফারির মতে, এই আবিষ্কারগুলো উরমিয়ার গ্র্যান্ড মসজিদ এবং বুকান শহরের প্রাচীন কালায়চি টিলায় পরিচালিত বৃহত্তর প্রত্নতাত্ত্বিক কার্যক্রমের অংশ ছিল।

সাফারি জানান, ইরানের আজারবাইজান অঞ্চলের অন্যতম প্রাচীন এই গ্র্যান্ড মসজিদটি বিভিন্ন সাংস্কৃতিক যুগে একাধিকবার সংস্কারের মধ্য দিয়ে গেছে। ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য গবেষণা ইনস্টিটিউটের তত্ত্বাবধানে পরিচালিত সর্বশেষ খননে ঐতিহাসিক স্থাপত্যের একাধিক স্তর উন্মোচিত হয়, যার চূড়ান্ত ও সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল সাসানীয় যুগের স্থাপত্য উপাদান।

এই খননকাজের পাশাপাশি, সাফারি ৩০টি সংস্কার প্রকল্পে অগ্রগতির কথাও জানান। প্রায় ১,৪০০ প্রত্নতাত্ত্বিক টিলা এবং জাতীয়ভাবে নিবন্ধিত ১,৮৩৫টি ঐতিহাসিক স্থানের আবাস এই অঞ্চলটিতে বর্তমানে আরও ২০০টি ঐতিহ্যবাহী স্থাপনা নিবন্ধনের জন্য পর্যালোচনাধীন রয়েছে।

সাফারি আরও জানান, পূর্বে অন্যান্য সংস্থার তত্ত্বাবধানে থাকা বেশ কয়েকটি ঐতিহাসিক ভবন সফলভাবে পুনরুদ্ধার ও নতুনভাবে ব্যবহারের উপযোগী করা হয়েছে।

তিনি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জনসাধারণের অংশগ্রহণের গুরুত্বের ওপর জোর দেন এবং উল্লেখ করেন যে প্রদেশজুড়ে বিপুল সংখ্যক ঐতিহ্যবাহী স্থানের তুলনায় সুরক্ষা কর্মীর সংখ্যা খুবই সীমিত।

ইরান ফ্রন্ট পেইজ