বৃহস্পতিবার, ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

English

উগান্ডায় কৃষিতে ইরানের বিনিয়োগ

পোস্ট হয়েছে: অক্টোবর ১০, ২০১৮ 

news-image

উগান্ডার কৃষিখাতে বিনিয়োগ করছে ইরান। দেশটির কৃষি খামারীরা উগান্ডায় কৃষিতে প্রযুক্তিগত সহায়তা ও আধুনিক চাষাবাদ এবং বীজ সরবরাহে ভূমিকা রাখবে।

এ বিষয়টি নিয়ে দুটি দেশের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে। ইরানের কৃষিতে বায়োটেকনোলজিতে যে উন্নয়ন হয়েছে তারও ছোঁয়া আফ্রিকার দেশগুলোতে ছড়িয়ে দেয়ার জন্যে এধরনের উদ্যোগ নিয়েছে তেহরান।

ইরানের বিভিন্ন কৃষি কোম্পানি উগান্ডায় বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা দেবে। দুটি দেশের মধ্যে এধরনের সমঝোতা স্বাক্ষর হয়েছে ৩ বছরের জন্যে। পরবর্তীতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ সমঝোতা আরো বৃদ্ধির আশা করছে দেশ দুটি। মেহের নিউজ