ইহুদিবাদীদের বিচার করতে হবে: ইরানি পার্লামেন্টের ডেপুটি স্পিকার
পোস্ট হয়েছে: অক্টোবর ২৭, ২০২৫
ইরানি পার্লামেন্টের ডেপুটি স্পিকার ফিলিস্তিনকে ইসলামী বিশ্বের এক নম্বর সমস্যা হিসেবে উল্লেখ করে জোর দিয়ে বলেছেন: গত দুই বছরে গাজা উপত্যকায় ইসরায়েলিরা যে অপরাধ করেছে তার জন্য ইহুদিবাদীদের বিচার করতে হবে।
ইরানি পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজি বাবাই জেনেভায় আন্তঃসংসদীয় পরিষদের বৈঠকের অবকাশে ফিলিস্তিনি পার্লামেন্টের ডেপুটি স্পিকার মুসা হাদিদের সাথে সাক্ষাত করেছেন। পার্সটুডে অনুসারে, ইরানি পার্লামেন্টের ডেপুটি স্পিকার ফিলিস্তিনকে ইসলামী বিশ্বের এক নম্বর সমস্যা হিসেবে উল্লেখ করে বলেছেন: গত দুই বছরে গাজায় ইসরায়েলিরা যে অপরাধ করেছে তার জন্য ইহুদিবাদীদের বিচার করতে হবে। হাজী বাবাই বলেন যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রস্তাব হল জেরুজালেমকে রাজধানী করে সেই ভূমির আদি বাসিন্দাদের ভোটের ভিত্তিতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তিনি আরও বলেন: “আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েল আন্তর্জাতিক আইন মেনে চলে না। প্রকৃতপক্ষে, ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া কিছুই করে না।”
পশ্চিম তীরকে সংযুক্তিকরণের বিষয়ে ইসরায়েলের নেসেট প্রস্তাবের কোনও আন্তর্জাতিক বৈধতা নেই
এদিকে, ইরানি সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য সালার বেলায়াতমাদার, ইহুদিবাদী ইসরায়েলের শিকড়কে অবৈধ বলে মনে করেন এবং বসতি সম্প্রসারণের লক্ষ্যে জর্ডান নদীর পশ্চিম তীরকে সংযুক্তির নিন্দা করে বলেন: ইসরায়েলের নেসেট একটি আইনহীন সমাবেশ এবং তাদের প্রস্তাবের কোনও আন্তর্জাতিক বৈধতা নেই।
ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি শত্রুদের বিচলিত ও ক্ষুব্ধ করেছে
ইরানি সংসদের আইন ও বিচার বিভাগীয় কমিশনের সদস্য সালমান জারে বলেন যে ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি সর্বদা শত্রুদের বিচলিত ও ক্ষুব্ধ করেছে। তিনি বলেন: আমেরিকা এবং পশ্চিমারা ইরানি বিজ্ঞানীদের নির্মূল করতে প্রতিবারই একটি নতুন নীতি এবং ভিন্ন পদ্ধতি ব্যবহার করে, কিন্তু বৈজ্ঞানিক শিক্ষা কখনো ধ্বংস হয় না এবং নতুন বিজ্ঞানী সামনে এগিয়ে আসে।
ট্রাম্পের রাজনৈতিক হুমকি এবং নিপীড়নমূলক শর্ত আরোপ তার দৃষ্টিতে শান্তি
ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির প্রেসিডিয়াম সদস্য আব্বাস পাপিজাদেহ বালনেগান বলেছেন: হোয়াইট হাউসের কর্মকর্তারা ইরানের সাথে যে শান্তি স্থাপনের কথা বলছেন তার ভিত্তি হল অর্থনৈতিক অবরোধ, রাজনৈতিক হুমকি এবং তাদের অভিপ্রায় অনুযায়ী নিপীড়নমূলক শর্ত আরোপ করা।#
পার্সটুডে