মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইসলামি গণতন্ত্রের উজ্জ্বল রূপ তুলে ধরেছে ইরানিরা: সর্বোচ্চ নেতা

পোস্ট হয়েছে: মার্চ ১, ২০১৬ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইরানের সচেতন জনগণ জাতীয় সংসদ বা মজলিশে শূরায়ে ইসলামি এবং বিশেষজ্ঞ পরিষদ নির্বাচনে ব্যাপক সংখ্যায় অংশ নিয়ে বিশ্ববাসীর সামনে ইসলামি গণতন্ত্রের উজ্জ্বল রূপ তুলে ধরেছে। জাতির উদ্দেশে দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

নির্বাচনে অংশ নেয়ায় দেশের সবাইকে ধন্যবাদ জানিয়ে সর্বোচ্চ নেতা আরও বলেছেন, দেশের জনগণকে আন্তরিকতার সঙ্গে সেবা দিতে হবে এবং মৌলিক লক্ষ্য হতে হবে দেশের সর্বাত্বক উন্নয়ন। তবে জাতীয় সম্মান ও মর্যাদাহীন কৃত্রিম উন্নয়নের প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী রাষ্ট্রের কর্মচারী-কর্মকর্তাদেরকে সহজ-সরল জীবনযাপনের পাশপাশি জাতীয় স্বার্থকে ব্যক্তি ও দলীয় স্বার্থের উর্ধ্বে স্থান দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিদেশি হস্তক্ষেপের মোকাবেলায় সুদৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে।

গত ২৬ ফেব্রুয়ারি শুক্রবার ইরানে জাতীয় সংসদ ও বিশেষজ্ঞ পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রায় ৬০ শতাংশের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সূত্র: আইআরআইবি