বুধবার, ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইসরাইলের নৃশংস হামলায় ইরানে ৪৪ নারী ও ১৩ শিশু নিহত

পোস্ট হয়েছে: জুন ২৪, ২০২৫ 

news-image

ইসরাইলের গত ১২ দিনের অব্যাহত নৃশংস হামলায় ইরানে কয়েক ডজন নারী ও শিশুর শহীদ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের একজন জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা। একইসাথে বেসামরিক নাগরিকদের উপর ইহুদি শাসকগোষ্ঠীর অব্যাহত অপরাধের নিন্দা জানিয়েছেন তিনি।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের প্রধান হোসেইন কেরমানপুর সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে জানিয়েছেন, ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ৪৪ জন ইরানি নারী শহীদ এবং ১৬৩ জন নারী আহত হয়েছেন।নিহতদের মধ্যে দুই গর্ভবতী মা এবং তাদের অনাগত সন্তান রয়েছে।

তিনি আরও বলেন, শহীদদের মধ্যে ১৩ জন শিশু রয়েছে। এদের মধ্যে সবচেয়ে ছোট শিশুটির বয়স মাত্র দুই মাস।

আহতদের মধ্যে সবচেয়ে ছোট শিশুটির বয়স চার বছর এবং বর্তমানে সে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছে। তার শরীরের ৫০ভাগ পুড়ে গেছে।

শিশুটির মা ডাঃ রাসৌলি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। শিশুটির বাবা তার দুই মাস বয়সী বোনের সাথে শহীদ হয়েছেন।

বেসামরিক নাগরিকদের উপর ইহুদিবাদী ইসরাইলের নির্বিচার বোমাবর্ষণ দেশটির সামরিক বাহিনীর বর্বরতা এবং অমানবিকতাকে উন্মোচিত করে চলেছে। ওয়াশিংটনের অটল সমর্থন এই নৃশংসতাকে আরও বাড়িয়ে তুলেছে। সূত্রঃ তাসনিম নিউজ এজেন্সি