ইসরাইলের অস্ত্র সরবরাহকারীরা বৈধ লক্ষ্যবস্তু, সতর্ক করল ইরান
পোস্ট হয়েছে: জুন ২২, ২০২৫
 
  
		  	ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরাইলি সরকারকে যেকোনো ধরনের সামরিক সরঞ্জাম সরবরাহকারী যেকোনো দেশ ইরানের বিরুদ্ধে আগ্রাসনে জড়িত বলে বিবেচিত হবে এবং সেই দেশ ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
শনিবার সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর বলেছে, সামরিক গোয়েন্দা তথ্যে ইঙ্গিত রয়েছে, বিশ্বের সবচেয়ে উন্নত এবং ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র-বিরোধী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ সহায়তা থেকে উপকৃত হওয়া সত্ত্বেও ইরানের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন বিভাগ পরিচালিত কার্যকর এবং বিধ্বংসী আক্রমণের পরে ইহুদিবাদী ইসরাইল রাডার এবং বিমান প্রতিরক্ষা ক্ষমতার একটি উল্লেখযোগ্য অংশ হারিয়েছে এবং গোলাবারুদ ও অস্ত্র ঘাটতির সম্মুখীন হচ্ছে।
সদর দপ্তর সতর্ক করেছে, ইহুদি সরকারকে সহায়তা করতে আকাশ বা সমুদ্রপথে যেকোনো ধরনের সামরিক সরঞ্জাম বা রাডার সরবরাহ করলে ইরানের বিরুদ্ধে আগ্রাসন যুদ্ধে অংশীদার হিসেবে বিবেচিত হবে এবং তারা ইরানের সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
 ইহুদিবাদী ইসরাইল ১৩ জুন ইরানের বিরুদ্ধে অপ্রীতিকর আগ্রাসন যুদ্ধ শুরু করে। তারা ইরানের পারমাণবিক, সামরিক এবং আবাসিক স্থাপনাগুলিতে বিমান হামলা চালাচ্ছে। এতে ৪০০ জনেরও বেশি ইরানি শহীদ হয়েছেন, যার মধ্যে শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকও রয়েছেন।
ইহুদিবাদী ইসরাইল ১৩ জুন ইরানের বিরুদ্ধে অপ্রীতিকর আগ্রাসন যুদ্ধ শুরু করে। তারা ইরানের পারমাণবিক, সামরিক এবং আবাসিক স্থাপনাগুলিতে বিমান হামলা চালাচ্ছে। এতে ৪০০ জনেরও বেশি ইরানি শহীদ হয়েছেন, যার মধ্যে শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকও রয়েছেন।