বৃহস্পতিবার, ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের সাংস্কৃতিক স্থাপনায় হামলার হুমকি, ট্রাম্পের সমালোচনায় ইউনেস্কো

পোস্ট হয়েছে: জানুয়ারি ৯, ২০২০ 

news-image

ইরানের সাংস্কৃতিক স্থাপনায় হামলার হুমকি দিয়ে সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক আইন অনুসারে ঐতিহ্যবাহী স্থাপনায় সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল। তার এহেন হুমকির ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো।

সোমবার রুশ ফেডারেশনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালির সঙ্গে বৈঠকে এই প্রতিক্রিয়া জানান ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজৌলে। তিনি ট্রাম্পকে স্মরণ করিয়ে দেন, সাংস্কৃতিক সম্পদ রক্ষায় আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। বৈঠকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রসঙ্গে আলোচনা করেন ইউনেস্কোর মহাপরিচালক। বিশেষত ঐতিহ্য ও সংস্কৃতি ইস্যুতে কথা বলেন তিনি।

অড্রে আজৌলে বলেন, বিশ্বের প্রকৃতি, ঐতিহ্যবাহী স্থান ও স্থাপনা রক্ষায় ১৯৭২ সালের কনভেনশনে ইরান ও যুক্তরাষ্ট্র দুই দেশই সই করে। সশস্ত্র সংঘাতের সময়ে ঐতিহ্যবাহী সম্পদ রক্ষায় ১৯৫৪ সালের কনভেনশনেও এ দুটি দেশ সই করেছে।

তিনি স্মরণ করিয়ে দেন, সাংস্কৃতিক স্থাপনায় হামলা বন্ধে ২০১৭ সালের মার্চ মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস হয়। ইরাক ও সিরিয়ায় প্রাচীন সভ্যতার নিদর্শনে ইসলামিক স্টেটের হামলার প্রেক্ষিতে নিরাপত্তা পরিষদে ওই প্রস্তাব আনা হয়েছিল।

এরআগে রোববার (৫ জানুয়ারি) ট্রাম্প বলেছিলেন, সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে ইরান কোনো ব্যবস্থা নিলে ৫২টি স্থাপনায় হামলা চালাবে মার্কিন বাহিনী, যেগুলোর মধ্যে সাংস্কৃতিকভাবে গুরুত্ব বহন করে এমন স্থাপনাও থাকবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।