সোমবার, ২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

English

‘ইরানের প্রতিরোধ সক্ষমতার গুরুত্বপূর্ণ উপাদান ক্ষেপণাস্ত্র ’

পোস্ট হয়েছে: অক্টোবর ২৬, ২০১৬ 

news-image
ইরানের প্রতিরোধ সক্ষমতার গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ক্ষেপণাস্ত্র। মঙ্গলবার ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক অনুষ্ঠানে একথা বলেছেন। অবরোধকে ইরানের প্রতিরক্ষা শিল্পের উন্নতির অন্যতম কারণ বলেও উল্লেখ করেন তিনি।
 
ইসহাক জাহাঙ্গিরির মতেতার দেশের ওপর শত্রুদের হামলার দিবাস্বপ্ন দেখা বন্ধ করতে ইরানের উচিত ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধরে রাখা। তিনি বলেন, “ভালো প্রতিরক্ষা ক্ষমতা থাকলেই কেবল ইরান মধ্যপ্রাচ্যে গঠনমূলক ও কার্যকরী ভূমিকা পালন করতে পারবে।
 
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম ও অর্জনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেনমধ্যপ্রাচ্যে ইরান এখন সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ও স্থিতিশীলতার দেশ হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র: পার্সটুডে