শুক্রবার, ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের প্রতিরক্ষা শিল্পের বিরুদ্ধে অবরোধ অকার্যকর হয়ে পড়েছে

পোস্ট হয়েছে: আগস্ট ২২, ২০২৪ 

news-image

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সমন্বয়ক রিয়ার অ্যাডমিরাল মাহদি খাজেহ-আমিরি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা শিল্পের বিরুদ্ধে অবরোধ অকার্যকর হয়ে পড়েছে।

তাসনিম নিউজ এজেন্সিকে বুধবার তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা শিল্প দেশের মধ্যে এমনকি এই অঞ্চলে প্রযুক্তির উৎকর্ষতা লাভের অগ্রভাগে রয়েছে।

‘সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ, আজ ইসলামি প্রজাতন্ত্র ইরান স্থল, আকাশ এবং সমুদ্র যুদ্ধের সব ক্ষেত্রে এবং ক্ষেপণাস্ত্র, মহাকাশ, ইলেকট্রনিক শিল্প এবং ইলেকট্রনিক যুদ্ধের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে’ বলেন তিনি।

আমিরি আরও জোর দিয়ে বলেন, বর্তমানে ইরানের প্রতিরক্ষা শিল্প অত্যন্ত উন্নত এবং বিভিন্ন ক্ষেত্রে শত্রুদের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও আজ দেশের প্রতিরক্ষা শিল্পের বিরুদ্ধে অবরোধ অকার্যকর হয়ে পড়েছে।

সূত্র: মেহর নিউজ