ইরানের তৈরি বিসিজি টিকার প্রথম চালান পেল ভেনিজুয়েলা
পোস্ট হয়েছে: মে ১৮, ২০২৫

বিজ্ঞান ও স্বাস্থ্য ক্ষেত্রে তেহরান ও কারাকাসের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার আওতায় ভেনিজুয়েলা ইরানের কাছ থেকে বিসিজি টিকার সাত লাখ ডোজ গ্রহণ করেছে। এসব ইরানি টিকা জাতীয় শিশু টিকাদান কর্মসূচিকে শক্তিশালী করার জন্য ব্যবহার করা হবে।
শিশুকে যক্ষ্মারোগ থেকে সুরক্ষা দেওয়ার একমাত্র হাতিয়ার বিসিজি (ব্যাসিলি কালমেটি-গুরেন) টিকা।
ইরানি সম্প্রচার সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, বুধবার কারাকাসের সাইমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরে ভেনিজুয়েলার স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে ইরানের তৈরি সাত লাখ ডোজ বিসিজি ভ্যাকসিনের একটি চালান পৌঁছে দেওয়া হয়েছে। বিজ্ঞান, প্রযুক্তি এবং স্বাস্থ্য ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা অনেক বেড়েছে।
ইরানি টিকার চালান গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেদেশের স্বাস্থ্যমন্ত্রী। তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন: “ইরান থেকে আসা টিকাগুলো ভেনিজুয়েলার হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বিতরণ করা হবে।”
ভেনিজুয়েলার স্বাস্থ্য উপমন্ত্রী দ্বিপক্ষীয় সহযোগিতার গুরুত্বের উপর জোর দিয়ে বলেছেন, ইরান ও ভেনিজুয়েলা সরকারের মধ্যে সহযোগিতা অব্যাহত রয়েছে। তিনি বলেন, টিকার এই চালান কারাকাস এবং তেহরানের মধ্যে যৌথ সহযোগিতার অংশ যা ২০২২ সালে শুরু হয়েছে। এই সময়ের মধ্যে ইরানের পাস্তুর ইনস্টিটিউট এবং ভেনিজুয়েলার ইনস্টিটিউট অফ সায়েন্টিফিক রিসার্চ (আইভিআইসি) নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করেছে এবং গবেষণা ক্ষেত্রে সহযোগিতা করেছে। দুই দেশই এই প্রক্রিয়া থেকে উপকৃত হচ্ছে। পার্সটুডে/