মঙ্গলবার, ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের তৈরি দেশীয় ভ্যাকসিন নেবেন ৫৬  স্বেচ্ছাসেবী

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২১, ২০২০ 

news-image

ইরান প্রথমবারের মতো দেশীয়ভাবে তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন মানব পর্যায়ে পরীক্ষা শুরু করতে যাচ্ছে। ৫৬ স্বেচ্ছাসেবীর শরীরে টিকাটি প্রয়োগের মাধ্যমে এই পরীক্ষা কার্যক্রম শুরু হবে। পরীক্ষায় অংশ নেয়া স্বেচ্ছাসেবীদের বয়স ১৮ থেকে ৫০ এর মধ্যে।

আইআরআইবি এর প্রতিবেদনে বলা হয়, ভ্যাকসিনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা তা পর্যবেক্ষণ করতে টিকা গ্রহণকারী স্বেচ্ছাসেবীদের এক সপ্তাহ থেকে এক মাস বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

উল্লিখিত সময়ে কয়েকবার পরীক্ষার ফল যাচাই করে দেখা হবে। প্রথম পর্বের এই গবেষণার ফল পাওয়ার পর দ্বিতীয় পর্বে ৫০০ মানুষের শরীরে করোনা ভ্যাকসিন দেয়া হবে। এর ঠিক ২৮ দিন পর টিকাটি গণহারে দেয়া শুরু করবে ইরান। সূত্র: তেহরান টাইমস।