শুক্রবার, ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের তেল বহির্ভূত বাণিজ্য ২৭০০ কোটি ডলার

পোস্ট হয়েছে: জুলাই ১০, ২০১৯ 

news-image

ইরানের তেল বহির্ভূত খাতে বাণিজ্য ২৭ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও সদস্য দেশগুলোর কাছে ইরানের তেল ছাড়া অন্য পণ্য রফতানি আয় গত মার্চে ১৩.১৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। একই সঙ্গে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১৪.৭৫ বিলিয়ন। এ বাণিজ্যে পণ্যের পরিমাণ ছিল ৫৩.১৬ মিলিয়ন টন। যার মূল্য ২৭.৯২ বিলিয়ন ডলার। এসসিও দেশগুলো হচ্ছে চীন, ভারত, পাকিস্তান, রাশিয়া, উজবেকিস্তান, কাজাখাস্তান, কিরঘিজস্থান ও তাজিকিস্তান। ফিনান্সিয়াল ট্রিবিউন

ইরান কাস্টমসের হিসাব অনুযায়ী গত ২০ মার্চ পণ্য রফতানির পরিমাণ ছিল ৪৪.৮৯ মিলিয়ন টন। আমদানিকৃত পণ্যের পরিমাণ ছিল একই সময়ে ৮.২৭ মিলিয়ন টন।