মঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের তেল উৎপাদন ৫ বছরের মধ্যে সর্বোচ্চ

পোস্ট হয়েছে: জুলাই ১৩, ২০১৬ 

news-image

ইরানের তেল উৎপাদন গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং জুনে দেশটি দৈনিক ৩৬ লাখ ৩০ হাজার ব্যারেল তেল উত্তোলন করেছে। দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা জানুয়ারি মাসে প্রত্যাহারের পরই উল্লেখযোগ্য এ সাফল্য অর্জন করল ইরান।

জ্বালানি ও পণ্য সংক্রান্ত তথ্য পরিবেশনকারী স্বতন্ত্র সংস্থা প্যাটস’এর হিসাব অনুযায়ী ডিসেম্বরে ইরানের তেল উত্তোলনের পরিমাণ ছিল দৈনিক সাত লাখ ৪০ হাজার ব্যারেল। আর জুনে সেটি ৩৬ লাখ ৩০ হাজার ব্যারেলে যেয়ে পৌঁছেছে।

মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞা বহু বছর ধরে বলবত থাকায় হারানো বাজার পুনরায় ফিরে পেতে যখন সংগ্রাম চালিয়ে যাচ্ছে ইরান তখন তেল উত্তোলনে এ সফলতা অর্জন করল দেশটি।

২০১২ সালে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বলবত করার পর হারানো বাজারের ৮০ শতাংশই এরই মধ্যে পুনরায় উদ্ধার করতে পেরেছে তেহরান। সূত্র: পার্সটুডে