বুধবার, ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের গোলেস্তান প্রাসাদে ক্বাজার আমলের দুর্লভ চলচ্চিত্রের রিল উদ্ধার করা হয়েছে

পোস্ট হয়েছে: জানুয়ারি ২৮, ২০২৬ 

news-image

গোলেস্তান প্রাসাদ বিশ্ব ঐতিহ্য কেন্দ্র ক্বাজার রাজবংশের সময়কার ৩১টি চলচ্চিত্র রিল আবিষ্কারের ঘোষণা দিয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, এসব রিলে ইরানে ধারণ করা সবচেয়ে প্রাচীন চলমান চিত্রগুলোর কিছু থাকতে পারে—যা সম্ভবত ইরানি চলচ্চিত্রের সূচনালগ্নকে চিহ্নিত করে।

গোলেস্তান প্রাসাদ কমপ্লেক্সের পরিচালক আফারিন এমামি জানান, প্রাসাদের অ্যালবাম হাউস সংগ্রহে থাকা ঐতিহাসিক বস্তুসমূহের তালিকাভুক্তি ও সংরক্ষণ প্রকল্পের সময় এসব রিল শনাক্ত করা হয়। চলচ্চিত্রগুলো আগে “র কাঁচা ফিল্ম স্টক” লেখা বাক্সে সংরক্ষিত ছিল, কিন্তু নিবিড় পরীক্ষায় দেখা যায় যে ৩১টি রিলে প্রকৃতপক্ষে ধারণকৃত চিত্র রয়েছে।

এই সংগ্রহে রয়েছে ৩৫ মিমি ফিল্মের ২৮টি রিল এবং ১৬ মিমি ফিল্মের ৩টি রিল। অ্যালবাম হাউসের বিশেষজ্ঞ ও তত্ত্বাবধায়কেরা আর্কাইভ পর্যালোচনা ও সংরক্ষণ কাজের সময় এই আবিষ্কার করেন।

এমামি বলেন, চলচ্চিত্রগুলোর সঠিক বিষয়বস্তু ও সময়কাল নির্ধারণের জন্য আরও প্রযুক্তিগত গবেষণা ও বিশেষজ্ঞ বিশ্লেষণ প্রয়োজন। তিনি উল্লেখ করেন, মোজাফ্‌ফর আদ-দীন শাহের শাসনামলের পরিচিত ফুটেজের পরবর্তী সময় পর্যন্ত এসব চলচ্চিত্র দেরি ক্বাজার যুগের ভিজ্যুয়াল নথির ইতিহাসকে আরও বিস্তৃত করতে পারে। তিনি আরও বলেন, “এই চলচ্চিত্রগুলো ক্বাজার আমল সম্পর্কে অমূল্য ধারণা দিতে পারে এবং ইরানি চলচ্চিত্র ইতিহাসের প্রাথমিক পর্যায় সম্পর্কে আমাদের বোঝাপড়াকে নতুনভাবে গড়ে তুলতে পারে।”

বর্তমানে গোলেস্তান প্রাসাদের অ্যালবাম হাউসে ৬১,০০০-এর বেশি ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত রয়েছে। এর মধ্যে রয়েছে প্রাথমিক যুগের ক্যামেরা, ক্বাজার আমলের চলচ্চিত্র, ফটো অ্যালবাম, চিত্রকর্ম, কাচের নেগেটিভ এবং সংশ্লিষ্ট অন্যান্য উপকরণ।

যুক্তরাজ্যের উইন্ডসর অ্যালবাম হাউসের পর এটিকে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যালবাম সংগ্রহ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

সূত্র: ইরান ফ্রন্ট পেইজ