সোমবার, ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের উন্নয়ন বিপ্লবের সঙ্গে সম্পর্কযুক্ত: সর্বোচ্চ নেতা

পোস্ট হয়েছে: নভেম্বর ৩, ২০১৫ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, তার দেশের উন্নয়ন ইসলামি বিপ্লবের আদর্শের সঙ্গে সম্পর্কযুক্ত।

তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত ইরানের বিপ্লবী তৎপরতা ও আদর্শ অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত ইরানের উন্নতি, মহিমা এবং আধ্যাত্মিক প্রভাব বাড়তেই থাকবে। রাজধানী তেহরানে বুধবার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।

সর্বোচ্চ নেতা বলেন, বৈজ্ঞানিক উন্নয়নের সূচক নির্ধারণকারী আন্তর্জাতিক সংস্থাও এখন ইরানের উন্নয়নকে স্বীকার করছে। তরুণদের মধ্যে বর্তমান ও ভবিষ্যতের আশা সম্পর্কে হতাশা ছড়ানো জাতির মর্যাদার প্রতি বিশ্বাসঘাতকতা হবে। ইরানের তরুণরা বৈজ্ঞানিক উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে গর্বিত হতে পারে বলেও তিনি মন্তব্য করেন। যেসব ব্যক্তি ও সংবাদমাধ্যম ইরানের তরুণদেরকে হতাশ করছে তাদের বিরুদ্ধে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইরানের পরমাণু অগ্রগতিসহ অন্যান্য ক্ষেত্রের উন্নয়ন কোনো কাল্পনিক বিষয় নয়; সারা বিশ্ব তা জানে। তিনি বলেন, ইরানের এসব উন্নয়নের কথা স্বীকার না করা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।

সূত্র: রেডিও তেহরান, ১৪ অক্টোবর