বৃহস্পতিবার, ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানে মানব পর্যায়ে করোনা টিকা দেয়া শুরু ফেব্রুয়ারিতে

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৩০, ২০২০ 

news-image

ইরানের জাতীয় করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সদরদপ্তরের বৈজ্ঞানিক কমিটির প্রধান ডা. মোস্তাফা কানেই বলেছেন, দেশের সাতটি বিজ্ঞানভিত্তিক কোম্পানির উৎপাদিত করোনা ভাইরাস ভ্যাকসিনের মানব পর্যায়ে প্রয়োগ শুরু হবে আগামী ফেব্রুয়ারি থেকে।

সোমবার মেহর নিউজ এজেন্সিকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সির জৈবপ্রযুক্তি উন্নয়ন সদরদপ্তরের কড়া তত্বাবধানে সাতটি কোম্পানির কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে। ওই সাত বিজ্ঞানভিত্তিক কোম্পানির মধ্যে তিনটির উৎপাদিত কোভিড ১৯ টিকা মানব পর্যায়ে প্রবেশ করবে। আশা করা হচ্ছে এসব কোম্পানি লাইসেন্স লাভ করবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।