মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানে বাণিজ্য অব্যাহত রাখবে জার্মানির ১২০ প্রতিষ্ঠান

পোস্ট হয়েছে: মে ২১, ২০১৮ 

news-image

যুক্তরাষ্ট্রের আর্থিক নিষেধাজ্ঞা সত্বেও ইরানে বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত রাখবে জার্মানির ১২০টি কোম্পানি। ইরানের জ্বালানি মন্ত্রী রেজা আরদাকানিয়ান এই তথ্য জানিয়েছেন।

জার্মানের ফেডারেল অর্থ ও জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠকে জার্মানির এসব কোম্পানি ইরানে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে বলে জানান আরদাকানিয়ান। তিনি বলেন, ‘এই ক্ষেত্রে সমন্বয় সাধনের মাধ্যমে ইরানে জার্মানির ১২০টি কোম্পানি তাদের কার্যক্রম চালিয়ে যাবে।’

বৈঠকে ইরানে জার্মানির সিয়েমেনস কোম্পানির কার্যক্রম তুলে ধরেন আরদাকানিয়ান। বলেন, সিয়েমেনস জার্মানির একটি মর্যাদাপূর্ণ কোম্পানি হিসেবে ইরানের সঙ্গে দেশটির করা চুক্তিবদ্ধ অঙ্গীকার পূরণ করবে।

জার্মানির পরিবেশ, অর্থ ও জ্বালানি মন্ত্রীর আনুষ্ঠানিক আমন্ত্রণে দেশটিতে সফর করেন ইরানের জ্বালানি মন্ত্রী। এসময় সংশ্লিষ্ট সব বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণে মতবিনিময় করে উভয় পক্ষ।  – মেহর নিউজ।