বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানে প্রেসিডেন্ট নির্বাচন ১৯ মে, ভোটার সংখ্যা ৫৫ মিলিয়ন

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৩, ২০১৭ 

news-image

আগামী মে মাসে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ৫৫ মিলিয়ন ভোটার ভোট দেয়ার জন্যে উত্তীর্ণ হয়েছেন। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। উপ স্বরাষ্ট্রমন্ত্রী আলী-আসকার আহমাদি বলেন, এসব ভোটার ৫৫ হাজার ভোট কেন্দ্রে তাদের ভোট প্রয়োগ করবেন। একই সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচন ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট মহলকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, যাতে সর্বোচ্চ সংখ্যক ভোটার এ নির্বাচনে তাদের ভোট দেওয়ার সুযোগ পান।

ইরানে আগামী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯ মে। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর এটি হচ্ছে ১২তম প্রেসিডেন্ট নির্বাচন। সূত্র: তেহরান টাইমস