শুক্রবার, ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানে জুনে গণটিকাদান শুরু

পোস্ট হয়েছে: মে ৫, ২০২১ 

news-image

ইরানে আগামী জুনে গণহারে টিকাদান শুরু হবে। ইরানের জাতীয় করোনাভাইরাস দমন ও প্রতিরোধ বিষয়ক সদরদপ্তরের একজন সদস্য এই তথ্য জানান।

বার্তা সংস্থা ইরনাকে শুক্রবার মিনু মোহরাজ বলেন, ইরানি বছরের তৃতীয় মাস থেকে জনগণকে গণহারে ইরানের তৈরি করোনা ভ্যাকসিন ‘কোভিরান বারেকাত’ দেয়া শুরু হবে।

আগামী জুন নাগাদ টিকাদান শুরু হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদন ও ক্লিনিকাল ট্রায়াল প্রক্রিয়া ভালোভাবে সামনে এগিয়ে গেলে উল্লিখিত সময়ে টিকাদান শুরু হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।