শুক্রবার, ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানে উচ্চশিক্ষায় ১১৭টি দেশের শিক্ষার্থী

পোস্ট হয়েছে: আগস্ট ২, ২০২২ 

news-image
ইরানে চলতি শিক্ষাবর্ষে (২৩ সেপ্টেম্বর থেকে যা শুরু হয়) ১১৭টি দেশের প্রায় ১ লাখ ৮ হাজার শিক্ষার্থী ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়েছেন। এই তথ্য জানিয়েছেন, দেশটির বিজ্ঞান মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহাম্মাদ মোহাম্মাদি মাসুদি।তিনি বলেন, বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, ৩ লক্ষাধিক ইরানি শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করে। তাদের প্রত্যেকেই দেশের জন্য একটি সুযোগ তৈরি করেছে।
অন্যদিকে সরকারি পরিসংখ্যান মতে, ৯৫ হাজারের বেশি ইরানি বিভিন্ন দেশে অধ্যয়ন করছে। এদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, তুরস্ক, কানাডা, মালয়েশিয়া, ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রেলিয়া, হাঙ্গেরি, সাইপ্রাস এবং ফ্রান্সে পড়াশোনা করছে।
বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্টে বিশ্বে নেতৃস্থানীয় অবস্থানে রয়েছে ইরান। অর্গানাইজেশন ফর স্টুডেন্ট অ্যাফেয়ার্সের উপপ্রধান মোহাম্মাদ জাভেদ সালমানপুর জানান, ইরান আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকর্ষণ করার ক্ষেত্রে ১৫টি সফল দেশের অন্যতম। সূত্র: তেহরান টাইমস।