শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানে ঈদে গাদিরে ১০ কিলোমিটার দীর্ঘ ভোজ

পোস্ট হয়েছে: জুলাই ১৯, ২০২২ 

news-image

জাঁকজমকপূর্ণ ভাবে ঈদে গাদি উদযাপন হলো ইরানের রাজধানী তেহরানে। সোমবার দিবসটি উপলক্ষে তেহরানের দীর্ঘতম রাস্তা  ভালিয়াসরে ১০ কিলোমিটার স্থানজুড়ে এই উদযাপন অনুষ্ঠিত হয়।ঈদে গাদির উদযাপনে তেহরানের মিউনিসিপ্যালিটি স্কোয়ারে আলংকারিক উপাদান স্থাপন করে আলোকসজ্জায় সজ্জিত করা হয়,  এবং গলিপথ ও রাস্তাঘাটেও আলোকসজ্জা করা হয়। সাংস্কৃতিক, শিল্প ও বিনোদনমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় ঈদে গাদির। ১০ কিলোমিটার এলাকাজুড়ে লোকদেরকে খাবার ও পেস্ট্রি পরিবেশন করা হয়।  সূত্র: তেহরান টাইমস।