শুক্রবার, ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানি সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা প্রতিদিনই বাড়ানো হবে: রুহানি

পোস্ট হয়েছে: এপ্রিল ১৮, ২০১৭ 

news-image

ইরানের সামরিক দিবস উপলক্ষে দেয়া ভাষণে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা প্রতিদিনই বাড়ানো হবে।

মঙ্গলবার রাজধানী তেহরানে সামরিক দিবসে উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠানে দেয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি। রুহানি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী কারো জন্য হুমকি হবে না। সংঘাত এবং উত্তেজনা পরিহার করার দিকে ইরানি সশস্ত্র বাহিনী এগিয়ে চলেছে বলেও জানান তিনি।

অবশ্য আগ্রাসনের বিরুদ্ধে কঠোর এবং শক্তিশালী জবাব দেয়া হবে বলেও জানান তিনি।

কুচকাওয়াজে ইরানি সেনাবাহিনীর সাফল্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে ইরানি সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর প্রধানরাসহ ইরানের  বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান ডিভিশনগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন। সূত্র: পার্সটুডে।