বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানি চলচ্চিত্র ‘রেমি’ বেস্ট শর্টস প্রতিযোগিতায় দুটি পুরস্কার জিতেছে

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৩০, ২০২৫ 

news-image

পুয়ান রোস্তামি রচিত ও পরিচালিত এবং কাসরা তিরসাহার প্রযোজিত ইরানি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রেমি’ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বেস্ট শর্টস কম্পিটিশনের এবারের আসরে দুটি পুরস্কার জিতেছে।

আইআরএনএ জানিয়েছে, চলচ্চিত্রটির চিত্রগ্রহণের জন্য তিরসাহারের পক্ষ থেকে অ্যাওয়ার্ড অফ মেরিট এবং প্রধান অভিনেত্রী হৌরা পাকীজেহদেলের জন্য অ্যাওয়ার্ড অফ রিকগনিশন অর্জন করেছে।

‘রেমি’ রোস্তামির লেখক ও পরিচালক হিসেবে পেশাদার আত্মপ্রকাশ ঘটিয়েছে। এটি শোক এবং মুক্তির একটি কাব্যিক, দৃষ্টিগতভাবে আকর্ষণীয় অন্বেষণ উপস্থাপন করেছে। সালাহ সাকি, হৌরা পাকীজেহদেল এবং রামিন ইয়াহিয়াজাদেহ এই চলচ্চিত্রে অভিনয় করেছেন।

১০ মিনিটের এই চলচ্চিত্রটি একটি বনের গভীরে চিত্রায়ণ করা হয়েছে, যেখানে একদল মহিলা তাদের কাঁধে একটি কফিন বহন করে, এবং একজন শোকাহত মহিলা তাদের অনুসরণ করে আর্তনাদ ও চিৎকার করতে থাকে। তার কান্নায় অবিচল থেকে মহিলারা একটি কবরস্থানের দিকে অগ্রসর হয়। সূত্র: তেহরান টাইমস