ইরানি কূটনীতিকরা: আমরা সর্বোচ্চ নেতার প্রতি আমাদের দৃঢ় আনুগত্য ঘোষণা করছি
পোস্ট হয়েছে: জানুয়ারি ২৮, ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত, কূটনীতিক ও কর্মকর্তারা এক বিবৃতিতে বিপ্লবের নেতার প্রতি সমর্থন জানানো এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অবমাননাকর বক্তব্যের নিন্দা করে বলেন:
আমরা ইসলামী বিপ্লবের মহান প্রতিষ্ঠাতা হযরত ইমাম খোমেইনি (রহ.) কর্তৃক নির্ধারিত পথে এবং তাঁর যোগ্য ও প্রজ্ঞাবান উত্তরসূরি সর্বোচ্চ নেতা হযরত ইমাম খামেনেয়ি—মহামান্য নেতার ধারাবাহিক নেতৃত্বের প্রতি আমাদের সচেতন ও দৃঢ় আনুগত্য এবং পুনরায় অঙ্গীকার ঘোষণা করছি।
পাশাপাশি আমরা পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মহামান্য নেতার নির্দেশনা ও আদেশ অনুসরণে অবিচল থাকার অঙ্গীকার ব্যক্ত করছি।
সূত্র: আইআরএনএ