মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানি উপগ্রহ উৎক্ষেপণ তেহরান-মস্কো সম্পর্ক গভীর হওয়ার প্রমাণ: তুর্কি পত্রিকা

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৯, ২০২৫ 

news-image

তুর্কি সংবাদপত্র ইয়েনি শাফাক এক প্রতিবেদনে রুশ সয়ুজ রকেটের মাধ্যমে তিনটি ইরানি উপগ্রহকে পৃথিবীর কক্ষপথে পাঠানোর খবর জানিয়ে লিখেছে, এই পদক্ষেপটি মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে তেহরান ও মস্কোর মধ্যে সহযোগিতা সম্প্রসারণ ও গভীরতর হওয়ার একটি স্পষ্ট নিদর্শন।

তুর্কি দৈনিকের প্রতিবেদনে বলা হয়, তিনটি নতুন ইরানি উপগ্রহ “কৌসার ১.৫”, “পায়া” ও “জাফার–২” উৎক্ষেপণ শুধু মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে ইরানের অগ্রগতিই তুলে ধরে না বরং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে ইরান ও রাশিয়ার কৌশলগত সম্পর্ক যে আরও গভীর হচ্ছে, সেটিও প্রমাণ করে।

ইয়েনি শাফাক পত্রিকার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, রুশ-ইরান সহযোগিতা এমন এক পরিস্থিতিতে লক্ষ্য করা যাচ্ছে যখন দুই দেশই পশ্চিমা চাপ ও নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। এই অবস্থায় ইরান রাশিয়ার উৎক্ষেপণ সক্ষমতা থেকে উপকৃত হচ্ছে, আর রাশিয়াও ভূরাজনৈতিকভাবে একটি সক্রিয় অংশীদার অর্জন করেছে।

এতে আরও বলা হয়েছে, এ নিয়ে সাত বার রাশিয়া ইরানি উপগ্রহ কক্ষপথে পাঠাল। এই ধারা দুই দেশের মধ্যে মহাকাশ ক্ষেত্রে একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে ওঠার ইঙ্গিত দেয়।

এই তুর্কি সংবাদপত্রের প্রতিবেদনে আরও বলা হয়েছে, তুরস্কের মতো যেসব দেশ নিজের মহাকাশ সক্ষমতা উন্নয়নের চেষ্টা করছে তাদের জন্য এ ধরনের সহযোগিতা বিশ্বে মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে বহুমুখীকরণের শুভ ইঙ্গিত দেয়।

 ইরানের তিনটি উপগ্রহ “জাফার–২”, “পায়া” ও “কৌসার ১.৫” গতকাল রোববার রাশিয়ার ভোস্তোচনি মহাকাশ ঘাঁটি থেকে সয়ুজ রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়।#

পার্সটুডে