বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরান পৌঁছেছেন ওমানের সুলতান হেইসাম

পোস্ট হয়েছে: মে ২৯, ২০২৩ 

news-image

ওমানের সুলতান হেইসাম বিন তারেক আলে সাঈদ  রোববার ইরান সফরে এসেছেন। ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির রাষ্ট্রীয় আমন্ত্রণে তার এই সফর অনুষ্ঠিত হচ্ছে। ওমানের এই সুলতানের এটিই প্রথম ইরান সফর। ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মুখবের তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন।

দুই দিনের এই সফরে তার সঙ্গে উচ্চ ক্ষমতাসম্পন্ন রাজনৈতিক প্রতিনিধিদল রয়েছে। তেহরানে অবস্থানকালে তিনি ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে।

ওমান ও ইরানের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে নানা চড়াই-উৎরাই সত্ত্বেও দুই দেশ সুসম্পর্ক বজায় রেখে চলেছে। পার্সটুডে/