বৃহস্পতিবার, ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরান ও তুরস্কের ব্যবসায়ী সংগঠনগুলো শিল্প ও বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে আগ্রহী

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৩০, ২০২৫ 

news-image

তেহরান – কর্মকর্তারা জানিয়েছেন, তুরস্কের ভান প্রদেশের ব্যবসায়িক প্রতিনিধিদল এবং ইরানের শিল্প খাতের প্রতিনিধিরা তেহরানে বৈঠক করে বাণিজ্যিক বাধা দূর করা এবং দ্বিপাক্ষিক শিল্প ও বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেছেন।

এই বৈঠকে ভানভিত্তিক একটি বাণিজ্য প্রতিনিধিদলের সদস্য, ইরানের শিল্পপতি এবং তেহরান চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রিজ, মাইনস অ্যান্ড অ্যাগ্রিকালচার (TCCIMA)-এর শিল্প ও খনি কমিটির প্রধান অংশ নেন।

কমিটির প্রধান হারভিক ইয়ারিজানিয়ান বলেন, ইরান ও তুরস্ক—উভয় দেশের অর্থনীতি প্রবৃদ্ধির পথে রয়েছে এবং বেসরকারি খাতের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠলে বাণিজ্য বাড়বে, যৌথ বিনিয়োগ উৎসাহিত হবে এবং বিদ্যমান সক্ষমতার আরও ভালো ব্যবহার সম্ভব হবে।

তিনি শিল্প বিশেষজ্ঞ ও প্রকৌশলীদের বিনিময়, শুল্কসংক্রান্ত বাধা অপসারণ এবং দুই দেশের মধ্যে পণ্য পরিবহনে ভানকে একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রস্তাব দেন।

ইরান–তুরস্ক যৌথ চেম্বার অব কমার্সের প্রধান মেহরদাদ সাদাত দেহঘান বলেন, দুই দেশের প্রায় তিন দশকের সীমান্তবর্তী বাণিজ্যের অভিজ্ঞতা রয়েছে, তবে বাণিজ্যের পরিমাণ প্রত্যাশার তুলনায় কম। তিনি জানান, তেহরান চেম্বারকে কেন্দ্র করে বিস্তৃত সহযোগিতা গড়ে উঠলে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।

তেহরান চেম্বারের শিল্প ও খনি কমিটির উপপ্রধান আলী সাদরি বলেন, তেহরান প্রদেশে প্রায় ১৯ হাজার শিল্প ও খনি প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে কৃষি প্রক্রিয়াজাতকরণ, ধাতু এবং অ-ধাতব খনিজ খাতে সক্রিয় কোম্পানিও আছে। তিনি জানান, ভানের তুর্কি ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে তেহরানের শিল্পাঞ্চলে অবস্থিত ইরানি কোম্পানিগুলোর সংযোগ স্থাপনের যথেষ্ট সুযোগ রয়েছে।

ভান শাখার HAKSIAD শিল্পপতি ও ব্যবসায়ী সমিতির প্রধান মেহমেত তাশান বলেন, ইরানের নিকটতম তুর্কি অঞ্চল হওয়ায় ভান প্রদেশের ব্যবসায়ীরা ইরানি অংশীদারদের সঙ্গে বাণিজ্যের পরিমাণ বাড়াতে আগ্রহী।

তিনি পরিবহন ও সংযোগসংক্রান্ত চ্যালেঞ্জগুলো সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং জানান, ইরানে HAKSIAD-এর প্রতিনিধিত্বের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করা যেতে পারে।

তথ্যসূত্র: তেহরান টাইমস