শুক্রবার, ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইতালীয় উৎসবে দেখানো হবে ইরানের ‘সাইকো’

পোস্ট হয়েছে: নভেম্বর ২২, ২০২১ 

news-image

ইতালিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘কর্টি দা সোগনি – আন্তোনিও রিকি’তে  দেখানো হবে ইরানি ছবি ‘সাইকো’। চলচ্চিত্রটি লেখা ও পরিচালনা করেছেন ইরানি চলচ্চিত্র নির্মাতা মোস্তাফা দাভতালাব।ইতালীয় উৎসব ২২ থেকে ২৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ‘সাইকো’ উৎসবের আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অন্যান্য দশটি সিনেমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।  ইরানি স্বল্পদৈর্ঘ্যটিতে অল্প বয়সী এক নারীর গল্প তুলে ধরা হয়েছে। ওই নারীর স্বামী একজন মানসিক রোগী। সে তার স্বামীকে একটি মানসিক চিকিৎসার হাসপাতালে নিয়ে যায়। সে তীব্র মানসিক রোগে আক্রান্ত। সিনেমায় দেখা যাবে, একজন চালকের সাথে সে ঝগড়ায় জড়িয়ে পড়ছে।এর আগে ‘সাইকো’ আমেরিকা ও স্পেনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অংশ নেয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।