বৃহস্পতিবার, ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইতালিতে সেরা চিত্রনাট্যসহ ৪ পুরস্কার জিতল ‘গ্ল্যাডিয়েটরস’

পোস্ট হয়েছে: মে ২৫, ২০২৩ 

news-image

ইতালিতে এপ্রিলিয়া ফিল্ম ফেস্টিভালের পঞ্চম পর্বে সেরা চিত্রনাট্য সহ চারটি বিভাগে পুরস্কার জিতেছে ইরানি শর্ট ড্রামা ‘গ্ল্যাডিয়েটরস’।মরিয়ম রহিমি রচিত ও পরিচালিত ছবিটি রোটারি ক্লাব পুরস্কার এবং সেপেহর জাহাঙ্গিনের সেরা সম্পাদনার পুরস্কারও জিতেছে।

এছাড়াও, আলী চরিত্রে অভিনয়ের জন্য স্যাম খোশনুদকে সেরা অভিনেতার পুরস্কার দেওয়া হয়। তাকে তার বোন নার্গেসের বাল্যবিবাহ রোধ করার জন্য ঋণ পরিশোধ করতে হয়।গল্পটি ইরান সহ বিশ্বের অনেক দেশে দুঃখজনক বাস্তবতা থেকে নেওয়া।

এপ্রিলিয়া ফিল্ম ফেস্টিভালের সমাপনী অনুষ্ঠান ১০ মে অনুষ্ঠিত হয়। সূত্র: তেহরান টাইমস।