শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

English

আমেরিকা ও ইতালির উৎসবে লড়বে ‘গ্রেভইয়ার্ড’

পোস্ট হয়েছে: নভেম্বর ৩, ২০২২ 

news-image

আলী দারাই পরিচালিত ইরানি শর্ট ফিল্ম ‘গ্রেভইয়ার্ড’ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইতালিতে দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে চলেছে। দারাইয়ের শর্ট ফিল্মটি মার্কিন যুক্তরাষ্ট্রের ১৫তম ফিলাডেলফিয়া এশিয়ান আমেরিকান ফিল্ম ফেস্টিভালে (পিএএএফএফ) প্রতিদ্বন্দ্বিতা করবে৷ উৎসবের এবারের ১৫তম আসর ৩ থেকে ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।‘গ্রেভইয়ার্ড’ ইতালিতে ১৮তম টার্নি ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হবে। উৎসবের এবারের আসরটি ১২ থেকে ২০ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে।ইরানি চলচ্চিত্র নির্মাতা কাজেম মোল্লাইও এই বছরের ইভেন্টের জুরি সদস্য হিসেবে থাকছেন। সূত্র: মেহর নিউজ।