আমেরিকা ও ইউরোপকে তাদের সততা প্রমাণ করে ইরানের আস্থা অর্জন করতে হবে: পেজেশকিয়ান
পোস্ট হয়েছে: নভেম্বর ৯, ২০২৫
বুধবার ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে টেলিফোনে আলাপকালে ইরানের প্রেসিডেন্ট বলেছেন: ইরানকে তাদের সততা কিংবা আস্থা প্রমাণ করতে হবে না বরং আমেরিকা ও ইউরোপকে তাদের সততা প্রমাণ করে ইসলামী প্রজাতন্ত্রের আস্থা অর্জন করতে হবে।
ইরান ব্রডকাস্টিং কর্পোরেশনের বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সাথে টেলিফোনে আলাপ করেন। আলাপকালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার ফরাসি সমপক্ষের আলোচনার বিষয়ে বক্তব্যের প্রতিক্রিয়ায় পেজেশকিয়ান ওয়াশিংটনের সাথে তেহরানের আলোচনার ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন: “ইরান বারবার বলেছে যে, ইসলামী বিপ্লবের নেতার ফতোয়া এবং তার নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতির কাঠামো অনুযায়ী পারমাণবিক অস্ত্র অর্জন করার কোনো লক্ষ্যই তেহরানের নেই। কিন্তু দুর্ভাগ্যবশত, আমরা দেখছি, পক্ষপাতদুষ্ট জেদের ভিত্তিতে, পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার মিথ্যা এবং বানোয়াট অজুহাতে ইরান ক্রমবর্ধমান চাপ এবং নিষেধাজ্ঞার শিকার হয়েছে।”পেজেশকিয়ান বলেছেন: “ইসলামী প্রজাতন্ত্র ইরানের নীতিগত দৃষ্টিভঙ্গি হল যেখানে যুক্তি এবং সংলাপের মাধ্যমে ভুল বোঝাবুঝির সমাধান করা যেতে পারে, সেখান শক্তি কিংবা হুমকির ব্যবহার কেবল সমস্যার সমাধানই যে করে না তাই নয় বরং মতপার্থক্য ও ফাটল বাড়িয়ে তোলে।” ইরানের প্রেসিডেন্ট আরও বলেন: ইসলামী প্রজাতন্ত্র সবসময় সংলাপ ও পারস্পরিক সহযোগিতাকে স্বাগত জানিয়েছে। কিন্তু এখন অপরপক্ষকে আস্থা তৈরির ব্যবস্থা হিসেবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অধিকারকে সম্মান করতে হবে এবং নিজেদের অতিরিক্ত চাহিদা অন্যের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা উচিত হবে না।
ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাকরনও ওই ফোনালাপে ইরানের প্রেসিডেন্টকে কিছু বাধা অপসারণ এবং অতীতের বৈঠকে সম্পাদিত চুক্তি বাস্তবায়নের জন্য বাস্তব পদক্ষেপের জন্য প্রশংসা জানান।
ফরাসি রাষ্ট্রপতি আরও বলেন যে তিনি একটি নতুন আলোচনার কাঠামো তৈরির জন্য কাজ করবেন যাতে ইরান এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে একটি স্পষ্ট ফলাফলে পৌঁছানো যায়। তিনি আরও বলেন: আমাদের মধ্যে স্বচ্ছতা তৈরি এবং বিশ্বাস তৈরির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা এবং সংলাপ অব্যাহত রাখা অপরিহার্য, যাতে আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারি এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যবস্থাসহ পারস্পরিক সম্পর্ক উন্নত ও সম্প্রসারিত করতে পারি।#
পার্সটুডে