বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

আন্তর্জাতিক “মেহফিলে কুরআন” অনুষ্ঠিত

পোস্ট হয়েছে: নভেম্বর ২৫, ২০২৫ 

news-image

ইরানের বিখ্যাত টেলিভিশন শো মেহফিল, Islamic Culture and Relations Organization of I. R. of Iran and Cultural Centre, Embassy of the I. R. of Iran in Bangladesh এর উদ্যোগে এবং আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর আয়োজনে ১৯৮৮ সালের (দীর্ঘ ৩৭ বছর) পর দ্বিতীয়বারের মতো ঐতিহাসিক লালবাগ কেল্লায় বাংলাদেশের প্রধান ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারীর সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক “মেহফিলে কুরআন”।
উপস্থিত ছিলেন,
→ ক্বারী শাইখ আহমাদ আবুল ক্বাসেমী (ইরান)
→ ক্বারী হামেদ শাকের নেযাদ (ইরান)
→ শিশু ক্বারী মুহাম্মদ রেজাপুর পুরসাফার (ইরান)
→সাইয়্যেদ রেজা মীর মুহাম্মাদী, কালচারাল কাউন্সেলর, ইরান দূতাবাস।
→ মেহফিল টিম।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট সিনিয়র ক্বারীগণ:
ক্বারী বাসীরুদ্দীন সাহেব, ক্বারী আব্দুল্লাহ সাহেব, ক্বারী হাবীবুর রহমান সাহেব, ক্বারী জহিরুল ইসলাম সাহেব, ক্বারী মাহবুবুর রহমান সাহেব, ক্বারী রফীক্ব আহমাদ ওসমানী সাহেব, ক্বারী আব্দুল মজিদ পঞ্চগড়ী সাহেব, ক্বারী মাঞ্জুর বিন মোস্তফা সাহেব, ক্বারী জাহাঙ্গীর আলম খান সাহেব, ক্বারী ফরহাদ সাহেব, ক্বারী আব্দুস সালাম সাহেব ও ক্বারী আব্দুল খালেক মিসরী সাহেব সহ আরও সম্মানীত কুররাবৃন্দ।
কুরআনের এই মাহফিলে নেমেছিলো কুরআন প্রেমীদের ঢল, কানায় কানাপূর্ণ ছিলো লালবাগ কেল্লা চত্বর।
ইতিহাস, আধ্যাত্মিকতা ও কুরআনের সুমধুর সুরে সেজে উঠেছিলো লালবাগ কেল্লা।