বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা অলিম্পিয়াডে শীর্ষে ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ২৯, ২০২৪ 

news-image

ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যের ভাসুরাসে অনুষ্ঠিত জ্যোতির্বিদ্যা এবং জ্যোতির্পদার্থবিদ্যার (আইওএএ) ওপর ১৭তম আন্তর্জাতিক অলিম্পিয়াডে অসাধারণ কৃতিত্ব লাভ করেছে ইরানি শিক্ষার্থীরা। ১৭ থেকে ২৭ আগস্ট অনুষ্ঠিত এই আন্তর্জাতিক অলিম্পিয়াডে ইরানি শিক্ষার্থীদের দল পাঁচটি স্বর্ণপদক জিতে প্রথম স্থান অধিকার করে।

পাঁচ সদস্যের দলে রয়েছেন হান্নানে খোররামদশতি, মোহাম্মদ-মেহেদি কেশভারজি, আর্য ফতেহ-কেরদারি এবং আলি নাদেরি-লর্ডজান। খবর মেহর বার্তা সংস্থার

এবছরের ইভেন্টে ৫৭টি দেশের আড়াই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।পোল্যান্ডের চোরজোতে গত বছর অনুষ্ঠিত জ্যোতির্বিদ্যা এবং জ্যোতির্পদার্থবিদ্যার ১৬তম আন্তর্জাতিক অলিম্পিয়াডে ইরানি দল পাঁচটি পদক নিয়ে তৃতীয় স্থান অধিকার করে।

আমির-মেহেদি ইসমাইলি-তাহেরি, মেহেদি ওস্তাদ-মোহাম্মাদি এবং আরভিন রসুলজাদে স্বর্ণপদক লাভ করেন। অন্যদিকে সারিনা ফারজাদনাসাব এবং আমির-হোসেন মুসাভিফারদ রৌপ্য পদক লাভ করেন।

ব্রিটেন ও ভারত যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান লাভ করেছে। র‌্যাঙ্কিংয়ে ইরানের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, বুলগেরিয়া, রোমানিয়া, জার্মানি এবং কানাডা।

জ্যোতির্বিদ্যা এবং জ্যোতির্পদার্থবিদ্যা সংক্রান্ত আন্তর্জাতিক অলিম্পিয়াড (আইওএএ) বারোটি আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডের মধ্যে একটি। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ইরান, চীন এবং পোল্যান্ডসহ পাঁচটি দেশ এটি প্রতিষ্ঠা করে। সূত্র: তেহরান টাইমস,  প্রেসটিভি।