বৃহস্পতিবার, ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

আন্তর্জাতিক গণিত ক্যাম্পে দ্বিতীয় ইরানি শিক্ষার্থীরা

পোস্ট হয়েছে: জুলাই ১৭, ২০২৫ 

news-image

তৃতীয় আন্তর্জাতিক গণিত গ্রীষ্মকালীন ক্যাম্পে (আইএমএসসি) ছয়জন শিক্ষার্থীর একটি ইরানি দল দ্বিতীয় স্থান অধিকার করেছে। ২০ জুন থেকে ১২ জুলাই চীনের বেইজিংয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

রাষ্টীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানিয়েছে, গণিত গ্রীষ্মকালীন ক্যাম্পে বারদিয়া খোশ-ইকবাল স্বর্ণপদক, মেহেদী আকাজানলু, পারসা তাজাল্লাই, মোহাম্মদ-রেজা আত্তারানজাদেহ এবং মোহাম্মদ-সাজাদ মেমারি রৌপ্য পদক এবং আমির-হোসেইন জারি ব্রোঞ্জ পদক জিতেছে।

অস্ট্রেলিয়ার সানশাইন কোস্টে আসন্ন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) এর জন্য এই অনুষ্ঠানটি একটি প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবে কাজ করেছে।

আইএমএসসি-২০২৫ এ বেলারুশ, বেলজিয়াম, ক্যামেরুন, জার্মানি, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, রোমানিয়া, পোল্যান্ড এবং উজবেকিস্তানের মতো ৩২টি দেশের শিক্ষার্থী এবং প্রভাষকসহ তিন শতাধিক ব্যক্তি অংশ নেয়।

কাজাখ দলটি এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে। সূত্র: তেহরান টাইমস