আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ইরানি শিক্ষার্থীদের সাফল্য
পোস্ট হয়েছে: জুলাই ২১, ২০২৫

অস্ট্রেলিয়ায় ১০ থেকে ২০ জুলাই অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও ২০২৫) ইরান দুটি স্বর্ণপদক, তিনটি রৌপ্যপদক এবং একটি ব্রোঞ্জ পদক জিতেছে।
অস্ট্রেলিয়ান ম্যাথস ট্রাস্ট আয়োজিত এই ইভেন্টে ১১২টি দেশের ৬০০ জনেরও বেশি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ইরানের বারদিয়া খোশ-ইকবাল এবং মেহেদী আকাজানলু স্বর্ণপদক জিতেছেন, মোহাম্মদ-রেজা আত্তারানজাদেহ, মোহাম্মদ-সাজাদ মেমারি এবং আমির-হোসেন জারিই রৌপ্য পদক জিতেছেন। অন্যদিকে, পারসা তাজাল্লাই একটি ব্রোঞ্জ জিতেছেন।
এর আগে ইরানি দলটি ২০ জুন থেকে ১২ জুলাই চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত তৃতীয় আন্তর্জাতিক গণিত গ্রীষ্মকালীন ক্যাম্পে দ্বিতীয় স্থান অর্জন করে। আইআরআইবি’র খবরে বলা হয়, এই ইভেন্টে বারদিয়া খোশ-ইকবাল স্বর্ণপদক, মেহেদি আকাজানলু, পারসা তাজাল্লাই, মোহাম্মদ-রেজা আত্তারানজাদেহ এবং মোহাম্মদ-সাজাদ মেমারি রৌপ্য পদক এবং আমির-হোসেইন জারিই ব্রোঞ্জ পদক জিতেছেন। সূত্র: তেহরান টাইমস