শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

আঞ্চলিক দেশগুলোই কেবল পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে পারে: ইরানি কমান্ডার

পোস্ট হয়েছে: মে ৩, ২০১৭ 

news-image

মধ্যপ্রাচ্যে বাইরের সামরিক শক্তির উপস্থিতির কড়া সমালোচনা করে ইরানের নৌ বাহিনীর কমান্ডার রিয়ার এডমিরাল হাবিবুল্লাহ সায়েরি জোর দিয়ে বলেছেন, কেবল আঞ্চলিক দেশগুলো পারস্য উপসাগর, ওমান সাগর এবং পুরো মধ্যপ্রাচ্যে নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম।

সোমবার সায়েরি বলেন, কেবল মাত্র আঞ্চলিক দেশগুলো নিজেরাই এ অঞ্চলের পাশাপাশি পারস্য উপসাগরে এবং ওমান সাগরে পূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সক্ষম। তিনি বলেন, অতিরিক্ত আঞ্চলিক দেশগুলোর উপস্থিতিই বরং এ অঞ্চলে উত্তেজনা এবং সংকট সৃষ্টি হওয়ার পেছনে প্রধান উংস।

যেকোন আধিপত্যবাদী এবং দাম্ভিক শক্তি গুলোর হুমকি মোকাবেলায় ইরানের নৌ বাহিনী প্রস্তুত রয়েছে- এ কথা উল্লেখ করে রিয়ার এডমিরাল  সায়েরি বলেন,  ইসলামি প্রজাতন্ত্র ইরানকে রক্ষা করতে এবং যেকোনো সামরিক হামলার কড়া জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত থাকায় তার দেশের সেনাবাহিনী বাইরের কোনো আগ্রাসন বরদাশত করবে না। সূত্র: পার্সটুডে।