শুক্রবার, ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

আজাদি স্কয়ারে পুতুল প্রদর্শনী

পোস্ট হয়েছে: মে ২২, ২০১৮ 

news-image

ইরানের রাজধানী তেহরানের আজাদি স্কয়ারে যে পুতুল প্রদর্শনী আগামী ২৪ মে শুরু হতে যাচ্ছে তাতে দেড়শ’ বছরের পুরাতন পুতুলও থাকছে। অন্য দেশ থেকে আনা পুতুল ও মুখোশ প্রদর্শিত হচ্ছে এ প্রদর্শনীতে। ‘ডলস থ্রু টাইম’ নামে এ প্রদর্শনীতে ঐতিহ্যবাহী নানা ধরনের পুতুলের সম্ভার রয়েছে। ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়াম ইরান শাখার প্রধান সাইয়েদ আহমাদ মহিত-তাবাতাবাঈ বলেন, স্থানীয় যাদুঘরগুলো ছাড়াও কাশান, সিনেমা মিউজিয়াম, পুতুল যাদুঘর সহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা থেকে পুতুল সংগ্রহ করে এ প্রদর্শনীতে দর্শকদের মাঝে উপস্থাপন করা হয়েছে। এক সপ্তাহ চলবে এ প্রদর্শনী।

কিছু পুতুলের মুখে পেইন্টিং রয়েছে। ধর্মীয় ঐতিহ্য অনুসারে অনেক পুতুল যেমন তৈরি হয়েছে তেমনি ইরানের জাতীয় মহাকাব্যকে ভিত্তি করে তৈরি অনেক পুতুল রয়েছে। ইরানের লোককাব্য, লোক নাট্য আর পারস্য সাহিত্যের অনেক উপকরণ আবর্তিত হয়ে উঠেছে এসব পুতুলে। ফিনান্সিয়াল ট্রিবিউন