মঙ্গলবার, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

English

আগামী মাসে কক্ষপথে যাচ্ছে ইরানের স্যাটেলাইট

পোস্ট হয়েছে: জুলাই ২৪, ২০২২ 

news-image
ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিহ বলেছেন, ইরান আগামী মাসে মহাকাশে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে।
তিনি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবিকে বলেন, মহাকাশে একটি স্যাটেলাইট স্থাপনের জন্য প্রস্তুত করা হয়েছে। উৎক্ষেপণ দলের সর্বোত্তম প্রচেষ্টায় শরৎ মৌসুমে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে বলে আশা প্রকাশ করেন।
ইরানের মহাকাশ সংস্থার প্রধান জোর দিয়ে বলেন, মহাকাশে তৎপর না হলে একটি দেশের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয় এবং রাষ্ট্র সম্পূর্ণ সার্বভৌমত্ব ধরে রাখতে অক্ষম।
ব্যাখ্যা করে তিনি বলেন, কৃষি খাত জনগণের খাদ্য নিরাপত্তার সাথে জড়িত। মহাকাশ কর্মসূচিতে সক্রিয় না থাকলে এই খাতে ব্যবস্থাপনা অত্যন্ত ব্যয়বহুল এবং অসম্পূর্ণ হবে। সূত্র: মেহর নিউজ।