আইটিএফ একক শিরোপা জয়ী প্রথম ইরানি ইয়াজদানি
পোস্ট হয়েছে: মে ১৩, ২০২৫

ইরানের আলী ইয়াজদানি ইতিহাস তৈরি করেছেন। এম১৫ তেহরানে আইটিএফ একক শিরোপা জয়ী প্রথম ইরানি হওয়ার সৌভাগ্য লাভ করলেন তিনি। রোববার তেহরানের এঙ্গেলাব স্পোর্টস কমপ্লেক্সে এক উজ্জ্বল বিকেলে দেশের নতুন প্রজন্মের টেনিস খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগালেন তিনি।
বিশ্বের ১৫০৭ নম্বর খেলোয়াড় ২১ বছর বয়সী ইয়াজদানি ৪৭৫ নম্বরে থাকা শীর্ষ বাছাই ভারতীয় করণ সিংকে ৬-৪, ৬-৩ গেমে পরাজিত করে ঐতিহাসিক এই জয়লাভ করেছেন।
তার জয় আন্তর্জাতিক মঞ্চে ইরানি টেনিসের জন্য বছরের পর বছর ধরে চলা খরার অবসান ঘটিয়েছে। এর আগ পর্যন্ত, কোনও ইরানি আইটিএফ বিশ্ব টেনিস ট্যুরে একক শিরোপা জয় করতে পারেনি। যদিও বেশ কয়েকটি হাত ছাড়া করেছে। আনুশা শাহঘোলি এবং হামিদরেজা নাদাফের মতো অভিজ্ঞরা সেমিফাইনালে পৌঁছেছিলেন। আর শাহিন খালেদান ২০১৮ সালে জর্জিয়ায় অনুষ্ঠিত আইটিএফ ফাইনালে রানার-আপ পর্যন্ত উঠতে পেরেছিলেন।
সূত্র: মেহর নিউজ