বুধবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

অলিম্পিকে ৪১ কোটা অর্জন ইরানের

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১২, ২০২০ 

news-image

২০২০ সালে অনুষ্ঠিতব্য টোকিও অলিম্পিকের জন্য ৪১টি কোটা অর্জন করেছে ইরান। সামনের দিনগুলোতে ফারসি অ্যাথলেটদের জন্য এই সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইরানের ন্যাশনাল অলিম্পিক কমিটির প্রধান রেজা সালেহি আমিরি।

শনিবার কেরমানশাহে সাংবাদিকদের সাথে আলাপকালে আমিরি এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আমাদের আশা টোকিও অলিম্পিকে কোটা অর্জন এবং ফলাফল লাভ উভয় দিক দিয়েই আমরা ভালো করব।

সালেহি আমিরি আরও জানান, বর্তমানে আন্তর্জাতিক এই ইভেন্টে অংশ নিতে ঘরোয়া এবং আন্তর্জাতিক অঙ্গনের সব ক্রীড়া সংস্থাগুলো প্রস্তুতি নিচ্ছে।

‘‘সামনের দিনগুলোতে অলিম্পিকে নিশ্চিতভাবেই আমরা আরও অধিক সংখ্যক কোটা লাভ করব’’ বলেন  ইরানের ন্যাশনাল অলিম্পিক কমিটির প্রধান। সূত্র: ইরানা।