মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

অলিম্পিকে টিকিট নিশ্চিত করলো ইরানি মুষ্টিযোদ্ধা শাহবাখশ

পোস্ট হয়েছে: মার্চ ১২, ২০২০ 

news-image

টোকিও অলিম্পিকস ২০২০ এ টিকিট নিশ্চিত করলো অত্যন্ত হালকা ওজনের ইরানি মুষ্টিযোদ্ধা দানিয়াল শাহবাখশ। বুধবার হংকংয়ের প্রতিপক্ষ ইয়ু সিং তিসোকে পরাজিত করে অলিম্পিকে নিজের অবস্থান নিরাপদ করেন তিনি।

অলিম্পিক বক্সিং কোয়ালিফিকেশন ইভেন্টটি জর্দানের আম্মানে অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ৮ জন মুষ্টিযোদ্ধাকে পাঠিয়েছে ইরান।

প্রতিযোগিতার ২২ পেইড ফাইটে অপরাজিত থাকা তিসোকে মুষ্টির আঘাতে জর্জরিত করেন ১৯ বছর বয়সী শাহবাখশ। দারুণ পারফরমেন্স করে টানা তিন রাউন্ডের সবগুলোতে জয় লাভ করেন তিনি।

আলিরেজা ইস্তাকির নেতৃত্বাধীন ইরানি বক্সিং দলের অন্য সদস্যরা হলেন- আশকান রেজায়ি (৬৩ কেজি), শাহিন মুসাভি (৭৫ কেজি), অমিদ আহমাদি সাফা (৫২ কেজি), সাজাদ কাজেমজাদেহ (৬৯ কেজি), ইহসান রুজবাহানি (৮১ কেজি), তুফান শারিফি (৯১ কেজি) ও ইমান রামেজানপুর (+৯১কেজি)।

অলিম্পিক বক্সিং কোয়ালিফিকেশন টুর্নামেন্টে ৩৫টি দেশের ১৫১ জন মুষ্টিযোদ্ধা অংশ নেন। ইভেন্ট শেষ হয় ১১ মার্চ। সূত্র: মেহর নিউজ এজেন্সি।