সোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

English

দেশীয়ভাবে তৈরি স্মার্ট বোমা উন্মোচন করলো ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ২৭, ২০২৩ 

news-image

দেশীয়ভাবে তৈরি আরমান-১ এবং আরমান-২ স্মার্ট বোমার মোড়ক উন্মোচন করলো ইরান। মঙ্গলবার ইরানের প্রতিরক্ষা শিল্পের সর্বশেষ অর্জনগুলির এক প্রদর্শনীতে এই মোড়ক উন্মোচন করা হয়।

৩৫ কেজি ওজনের আরমান-১ এর পরিচালন পরিসীমা ২০ কিলোমিটার।ইরানের সশস্ত্র বাহিনীর হাতে থাকা বিভিন্ন অপারেশনাল ড্রোনের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা যাবে।

বৈদ্যুতিক প্রপালশন ব্যবহার করে এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন অপারেশনাল ড্রোনের সাথে নিযুক্ত করে ৪০ কেজি ওজনের আরমান-২ বোমা সর্বোচ্চ ১০০ কিলোমিটার রেঞ্জের মধ্যে পরিচালনা করা যাবে।

ওই দুই স্মার্ট বোমাই জিপিএস/আইএনএস গাইডেন্স সিস্টেমে সুসজ্জিত। নতুন উন্মোচিত মোহাজের-১০ ড্রোন দিয়ে অপারেশন চালানো যাবে। সূত্র: মেহর নিউজ।