রবিবার, ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

English

৬৩ দেশে ইরানের ন্যানো পণ্য রপ্তানি

পোস্ট হয়েছে: নভেম্বর ২, ২০২৫ 

news-image

ইরানের তৈরি ন্যানো পণ্য বর্তমানে ৬৩টি দেশে রপ্তানি করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির ন্যানো ও মাইক্রো প্রযুক্তি উন্নয়ন দপ্তরের সচিব ইমাদ আহমদওয়ান্দ।

গতকাল (শনিবার) তেহরানে অনুষ্ঠিত ১৬তম আন্তর্জাতিক ন্যানো প্রযুক্তি প্রদর্শনীতে তিনি সাংবাদিকদের জানান, ফার্সি ১৪০৩ সালে (২০২৪-২৫ সাল) বিশ্বের ৬৩টি দেশে প্রায় ১৮৩ মিলিয়ন ডলারের ন্যানো পণ্য রপ্তানি করা হয়েছে। ইরানের ন্যানো রপ্তানির প্রধান গন্তব্য দেশগুলোর মধ্যে ইরাক, তুরস্ক, ভারত, ভেনেজুয়েলা, পাকিস্তান ও রাশিয়ার অংশই সবচেয়ে বেশি।

তিনি আরও বলেন, গত নয় বছরে ইরানে উৎপাদিত ন্যানো ওষুধ আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সাড়া পেয়েছে।

আহমদওয়ান্দ উল্লেখ করেন, ফার্সি ১৪০৩ সালে (২০২৪-২৫ সাল) ২৪ মিলিয়ন ডলারের বেশি ন্যানো-ক্যাটালিস্ট রাশিয়া, তুরস্ক, ইরাক ও উজবেকিস্তানে রপ্তানি হয়েছে— যা আগের বছরের তুলনায় প্রায় তিন গুণ বেশি।

পার্সটুডে