শুক্রবার, ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

২১ মার্চ বাজারে আসছে ইরানের তৈরি করোনাভাইরাস টেস্ট কিট

পোস্ট হয়েছে: মার্চ ১২, ২০২০ 

news-image

আগামী ফারসি মাস ফারভারদিনে (যা শুরু হবে ২১ মার্চ ২০২০) বাজারে দেশীয় তৈরি করোনাভাইরাস টেস্ট কিট ছাড়বে দেশটির জ্ঞানভিত্তিক কোম্পানিগুলো। সোমবার এই তথ্য জানিয়েছেন ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সির জৈবপ্রযুক্তি উন্নয়ন সদরদপ্তরের সচিব মোস্তাফা ঘানেই।

কোভিড-১৯ বৈজ্ঞানিক কমিটির সদস্য ঘানেই জানান, ইরানে চীন, ইউনিসেফ ও হু পর্যাপ্ত টেস্ট কিট সরবরাহ করছে। আগামী দুই মাসের মধ্যে দেশীয় চাহিদা পূরণে পর্যাপ্ত সংখ্যাক টেস্ট কিট উৎপাদন করা হবে।

তিনি বলেন, দেশে চাহিদার যোগানে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সি ইরানি জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোকে কিট উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছে। প্রয়োজনীয় গবেষণা পরিচালনা শেষে ইরানে টেস্ট কিট উৎপাদন শুরুর জন্য আবেদনকারী ৫০টি কোম্পানির মধ্য থেকে ৫টিকে মনোনীত করা হয়েছে। এসব কোম্পানির প্রথম পণ্য ২১ মার্চ বাজারে আসবে বলে জানান তিনি।

এরআগে সোমবার সকালে ঘানেই বলেন, ইরানের তৈরি কোভিড-১৯ ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।